তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। একজন প্রখর ধীমান ব্যক্তি হিসেবেও তাঁর ছিল স্বতন্ত্র পরিচয়। ছিলেন অসীম সাহসী একজন বীরও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। মহান খলিফাদের আমলেও একজন শীর্ষ সারির সেনাপতি ও প্রাদেশিক শাসনকর্তারূপে কীর্তিমান ছিলেন। রাসূলুল্লাহর গভীর আস্থাভাজন এই সাহাবী আবু বকর ও উমর ফারুক রাযি. এর শাসনামলেও ছিলেন উজ্জ্বল একজন ব্যক্তিত্ব।
তাঁর জীবনের সর্বাপেক্ষা বেশি আলোচিত ও ঐতিহাসিক অধ্যায় ছিল মিশর বিজয়। তো কে ছিলেন এই সাহাবী যার এতো কৃতিত্বের বয়ান আমাদের সামনে রয়েছে। তিনি আর কেউ নন, তিন আমর ইবনুল আস রাযি.।
এই বইয়ে আলোচনা করা হয়েছে আমর ইবনুল আস রাযি. এর জীবনী, তাঁর জীবনের বহুল আলোচিত অধ্যায় মিশর বিজয়ের ইতিহাস। বইটিতে আরও উঠে এসেছে সাহসিকতা ও বুদ্ধিমত্তার সাথে পরিচালিত তার শাসনের শিক্ষণীয় বিষয়গুলোও, যা আমাদের পাঠকদের জোগাবে দ্বীনি চেতনার খোরাক।
Reviews
There are no reviews yet.