আরবের প্রথিতযশা আলেমে দ্বীন ও প্রখ্যাত দাঈ শাইখ সালিহ আল মুনাজ্জিদের এক অপূর্ব সিরাত সংকলস (كَيْفَ عَامَلَهُمْ) ‘যেমন ছিলেন তিনি’।
এই গ্রন্থকে আসলে সিরাত বললেও ভুল হবে। সিরাতের বিন্যাসের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ ইতিহাস বর্ণনা, আবহ নির্মাণ, ঘটনার ধারাবাহিকতা রক্ষা, গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়াদির আলোচনা ইত্যাদি করতে গিয়ে সিরাতগ্রন্থের সর্বত্র সরাসরি রাসুলুল্লাহ ﷺ-এর ওপর আলোকপাত করা হয় না। তাই সিরাত খুললেই আপনি দেখবেন সমসাময়িক আরবের ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চিত্র, কুরাইশ বংশের ইতিহাস, সাহাবিদের বিভিন্ন ঘটনা, হিজরতে হাবশা, বিভিন্ন লড়াইয়ের ঘটনা ইত্যাদি।
পক্ষান্তরে ‘যেমন ছিলেন তিনি’ গ্রন্থে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন কেবল রাসুলুল্লাহর আলোচনা। সর্বত্র কেবল রাসুলুল্লাহর ওপরই সরাসরি আলোকপাত করা হয়েছে। তিনি কী বলছেন, কীভাবে বলছেন, কেন বলছেন, কী করছেন, কীভাবে করছেন, কেন করছেন, কার সঙ্গে কেমন আচরণ করছেন, কোন পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন ইত্যাদির মতো মূল্যবান ও জীবনঘনিষ্ঠ উপাদান নিয়ে ধাপে ধাপে নির্মাণ করা হয়েছে পুরো বইটি। প্রতিটি অধ্যায়, প্রতিটি পরিচ্ছেদ, প্রতিটি পৃষ্ঠায় আপনি দেখবেন রাসুলুল্লাহময় একটি আবহ ছড়িয়ে আছে। অন্য কোনো কথা নেই, ভিন্ন কোনো আলোচনা নেই—কেবল রাসুলুল্লাহ ও রাসুলুল্লাহর জীবন, রাসুলুল্লাহর সুন্নাহ ও তাঁর আদর্শ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
যেমন ছিলেন তিনি বইটির ফ্রি পিডিএফ অফিসিয়ালি অনুমোদিত নয়।
যেমন ছিলেন তিনি বইটি পড়ে রিভিউ সেকশনে রিভিউ দিয়ে অপরকে উৎসাহিত করুন।
Nur Mohammod –
বই রিভিউ ~
➤#মূলবই- শায়েখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ রচিতكيف عاملهم (কাইফা আ’মালাহুম)।
➤#অনুবাদকৃত_বই- #যেমন_ছিলেন_তিনি_ﷺ (১-২)।
➤#অনুবাদ_করেছেন- আব্দুল্লাহ ইউসুফ।
➤#সম্পাদনায়- মুফতি তারেকুজ্জামান।
➤#প্রকাশনায়- রুহামা পাবলিকেশন।
✪রাসূল (ﷺ) এর জীবনী নিয়ে রচিত প্রচলিত সিরাত গ্রন্থ থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে সংকলিত এই গ্রন্থের প্রতিটি পর্যায়ে-ই আলোচিত হয়েছে রাসূল (ﷺ) এর জীবনাদর্শ নিয়ে, এবং প্রতিটা বিষয়-ই লিপিবদ্ধ করা হয়েছে বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে,, যার ফলে বিশুদ্ধতার মানদন্ডে গ্রন্থটি অন্য সকল সিরাহ গ্রন্থ থেকে অনেক ঊর্ধ্বে,,প্রিয় নবী(ﷺ)সম্পর্কে জানতে এমন একটি অনবদ্ধ সিরাত সংকলক সত্যিই অভাবনীয়,,বইটি পড়ে যেন রাসূল (ﷺ)কে তার জীবনের প্রিতিটি ক্ষেত্র থেকে নতুন ভাবে আবিষ্কার করছি। 🥰
✪পাঠকদের জন্যে এমন একটি প্রাঞ্জল সিরাত গ্রন্থ সংকলন করার জন্যে বইটির সংকলন ও প্রকাশনার সাথে জড়িত সকলকে জানাই আন্তরিক “মোবারক বাদ”❤️
ruhamashop –
জাযাকাল্লাহ
হামিদ –
বই: যেমন ছিলেন তিনি ﷺ (দুই খণ্ড)
লেখক: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
প্রকাশনী:রুহামা পাবলিকেশন
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অসাধারণ একটি বই’যেমন ছিলেন তিনি’। বইটি গতানুগতিক সিরাহর মতো না হলেও,তার চারিত্রিক বিষয় গুলো বেশি প্রাধান্য পেয়েছে।তিনি কি বলেছেন,কিভাবে বলেছেন,কেন বলেছেন,কার সঙ্গে কেমন আচরণ করেছেন,কোন পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছে,এবং দৈনন্দিন জীবনে তার (ﷺ) জীবন থেকে যেন আমরা সঠিক পথনির্দেশ পেতে পারি সেই বিষয়ে সহজ ও সাবলীল ভাবে আলোচনা করা হয়েছে।
.
সল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ahmad –
বইটি পড়ে দারুণ কিছু সময় পার করেছি। যত পড়েছি তত মুগ্ধ হয়েছি। এমন চমৎকার একটি বই এর আগে কখনও পড়িনি। বইটির মধ্যে ডুবে যেতে প্রথম পৃষ্ঠায় যথেষ্ট। বইটিতে রাসুল সা. এর জীবন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সীরাহ বলতে আমরা যা বুঝি তা থেকে এইটা একটু ভিন্ন রকম। পাঠকরা যা পড়ার মাধ্যমে বুঝতে পারবে। বইটিতে প্রতিটি হাদিসের ব্যাখ্যার সাথে সাথে রেফারেন্সও দেওয়া হয়েছে। মাত্র গুটিকয়েক প্ররিচ্ছেদের বর্ণনা দিয়েছি মাত্র। যদি প্রতিটি পরিচ্ছেদ সম্পর্কে ধারণা দিতে পারতাম তাহলে হয়তো বুঝাতে পারতাম বইটা আসলেই কতটা চমৎকার। আমরা যদি রাসুল সা. কে আমাদের জীবনের মডের হিসেবে ধরে নিই তাহলে সুখ এবং শান্তিময় জীবন যাপন করতে পারবো। যেখানে কোন ঝগড়া বিবাদ থাকবে না। শত্রুও বন্ধুতে পরিণত হবে। সব থেকে বড় অর্জন হবে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। তাই চলুন না আমরা রাসুল সা. এর দেখানো পথে নিজেদের পরিচালনা করি৷ তাকে উত্তম আদর্শ মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আর রাসুল সা. এর দেখানো পথে চলতে গেলে অবশ্যই তার সম্পর্কে জানতে হবে। এবার তার সম্পর্কে জানতে হলে অবশ্যই চমৎকার এই বইটি পড়তে হবে।
#ভালোলাগাঃ
বইটির প্রচ্ছদ দারুণ লেগেছে৷ পৃষ্ঠা এবং বাঁধায়ও ছিল চমৎকার।
#বইটি_কেন_পড়বেনঃ স্বামী হিসেবে কেমন ছিলেন রাসূল সা.? বাবা হিসেবে কেমন ছিলেন তিনি? প্রতিবেশী হিসেবে কেমন ছিলেন তিনি? বিচারক হিসেবে কেমন ছিলেন? ধনী গরিব সকল স্তরের মানুষের সাথে কেমন ছিল তার আরচণ? এমন আরও সব বিষয় সম্পর্কে জানতে বইটি পড়তে হবে।
haris –
গ্রন্থটি আমরা রোজ পারিবারিক তামিল করছি। সত্যিই চমৎকার একটি রচনা। শাইখ সালিহ আল-মুনাজ্জিদের অনবদ্য রচনা “কাইফা আ’মালাহুম”-এর সরল অনুবাদ। বইটি অন্যান্য সিরাত গ্রন্থ থেকে পুরোই ভিন্ন আঙ্গিকের। তাই অন্য কোনো সিরাত পড়লেও এটার প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে না। হাদিস ও দলিলসমৃদ্ধ এ গ্রন্থটি আপনাকে দেবে সিরাতের ভিন্ন এক স্বাদ।
sajid –
বেশ কদিন ধরেই অল্প অল্প করে ‘যেমন ছিলেন তিনি (ﷺ)’ গ্রন্থটি পড়ছিলাম। প্রতিদিন যখনই বইটা পড়ি, মনে হয় এর মতো সিরাহর বই আগে কখনোই পড়িনি। বইটা যদিও গতানুগতিক সিরাহর মতো নয়; বরং এখানে ঘটনা বর্ণনার চেয়ে নবিজির চরিত্র আর গুণ বর্ণনাটাই প্রাধান্য পেয়েছে বেশি। বইটা আসলে একটা শামায়িল। সিরাহ থেকে ভিন্ন। তবে সিরাহ হোক বা শামায়িল, নবিজিকে নিয়ে এমন আবেগঘন বই গত দু-এক বছরে পড়েছি বলে মনে হয় না। প্রতিটা পাতায় রাসুলের চরিত্রের অসাধারণ সব উদাহরণ। কেমন ছিলেন তিনি? কেমন ছিলেন পরিবারের সাথে, সাহাবিদের সাথে, মেহমানদের সাথে। কেমন ছিলেন তিনি শিশুদের সাথে, বৃদ্ধদের সাথে, অন্য ধর্মের লোকদের সাথে। এমনকি কেমন ছিলেন তিনি মানুষ বাদে অন্য সব সৃষ্টির সাথেও! যত পড়ি, ততই দুআ আসে শাইখ সালেহ আল-মুনাজ্জিদের জন্য। এত অসাধারণ একটা বই লেখার কারণে। দুআ আসে রুহামা পাবলিকেশনের জন্য। এত অসাধারণ একটা বই বাংলা ভাষায় নিয়ে আসার কারণে। নাহ, আবদুল্লাহ ইউসুফ ভাইকেও ভুলে যাচ্ছি কেন! কিংবা সম্পাদক মুফতি তারেকুজ্জামান ভাইকে! সবার সম্মিলিত চেষ্টার কারণেই তো এই বইটা সুযোগ করে দিয়েছে রাসুলকে একদম কাছাকাছি থেকে দেখার। আরও গভীরভাবে নবিজিকে চেনার। সুযোগ এনে দিয়েছে নিজের জীবনটাকে নবিজির প্রতিদিনের সাথে মিলিয়ে দেখার। কোথায় কোথায় নিজেকে বদলাতে হবে, সেটা জেনে নেবার। ‘কেমন হবো আমি?’ এটা জানার জন্য এক অসাধারণ মুফিদ কিতাব এই ‘যেমন ছিলেন তিনি (ﷺ)’।
abu hurayra –
দৃশ্য একঃ
মরুসূর্য তার গনগনে আগুন সমানে ঢেলে যাচ্ছে ধূসর আরবের বুকে। এই খররোদের মধ্যেই সাথীদের নিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম। এমন সময় হঠাৎ করে, কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁর চাদর ধরে পেছন থেকে হেঁচকা টান দিলো এক লোক। চাদর জিনিসটা এমনিতে বড় নিরীহ, আরামের। কিন্তু টান দিয়ে সরানোর সময় ঘাড়ে ঘষা দিয়ে গেলে বুঝা যায় তার ঝাঁঝ আসলে ঠিক কতটুকু! পেছনে ফিরে দেখা গেলো লোকটি মরুচারী, আদবকেতা শূন্য এক বেদুইন। এরকম জঘন্য আচরণের পর লোকটি আরো কয়েক ডিগ্রি বেশি কর্কশতার সাথে শুধালো, “মুহাম্মাদ! তোমার লোকদের বলো আমাকে কিছু টাকাপয়সা দিয়ে দিতে।”
দৃশ্য দুইঃ
মজলিসের মধ্যে বসে আছেন রাহমাতুল্লিল ‘আলামীন। এক যুবক আসলো তাঁর কাছে। এসেই বললো, “ইয়া রাসূলাল্লাহ! আমি যিনা করতে চাই, আমাকে অনুমতি দিন।”
দৃশ্য তিনঃ
রাসূলুল্লাহর এক স্ত্রী এসে কিছু খাবার একটি পাত্রে করে দিয়ে গেছেন। আরেক স্ত্রীর এটা সহ্য হয় নি। বাটিটা নিয়ে ঠাস করে আছড়ে ভেঙে ফেললেন তিনি।
দৃশ্য চারঃ
ছোট্ট আনাসকে অনেকক্ষণ হলো একটি কাজে পাঠিয়েছেন রাসূল। আনাসের তো আসার খবর নাই! অনেকক্ষণ পর আনাস ফিরে এলেন, ভীত-শংকিত হয়ে। তিনি যে রাসূলের দেওয়া কাজ করতে পারেন নাই। ছোট মানুষ, রাস্তায় খেলা দেখে কাজের কথা ভুলে খেলা দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন কি জবাব দেবেন রাসূলকে?
দৃশ্য পাঁচঃ
বড় বংশের এক মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ এসেছে। বংশের লোকেরা ভেবে ভেবে হয়রান, কি হবে, কি হবে! আল্লাহর আদেশ অনুসারে তো হাত কাটা যাবার কথা। কিন্তু এটা কি করে হয়! হাজার হোক, বড় বংশ বলে কথা। নবীজির কাছে সুপারিশ করা উচিত, কিন্তু কার ঘাড়ে ক’টা মাথা? অবশেষে বহু ভেবেচিন্তে তারা পাঠালো উসামা, নবীজির প্রিয়পাত্রকে। উসামা রাদ্বিয়াল্লাহু ‘আনহু মহিলার শাস্তি কমিয়ে দেওয়ার প্রস্তাব করলেন নবীজির কাছে।
পাঠক, আসুন এবার কিছুটা ভাবা যাক। উপরের এই পাঁচটি দৃশ্যে আল্লাহর রাসূলের জায়গায় আপনি থাকলে কি করতেন? আর আল্লাহর রাসূল কি করেছেন? নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হলেন ‘উসওয়াতুন হাসানাহ’। নিশ্চয় প্রতিটি পরিস্থিতিতে তাঁর করা কাজ, যেকোন পরিস্থিতির প্রতিক্রিয়ায় তাঁর গৃহীত পদক্ষেপই হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। উপরের পাঁচটি দৃশ্যের মত এবং এগুলোর বাইরেও আরো অসংখ্য দৃশ্য আমাদের জীবনজুড়ে আছে। কি করা উচিত এসব পরিস্থিতিতে? কিভাবেই বা করা উচিত?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের জীবনজুড়ে রয়েছে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য নির্দেশনা, বে-মিসাল অনুপম আদর্শ। এক সুরভিত, মৌ ছড়ানো জিন্দেগি পেতে হলে রাসূলের কদম কদম অনুসরণ ছাড়া আমাদের সামনে আর কোন উপায় নেই। জীবনের খুঁটিনাটি প্রতিটি ক্ষেত্রে রাসূল কি করেছেন, কিভাবে করেছেন তার এক অনন্যসাধারণ সংকলন উম্মাহর সামনে পেশ করেছেন বিদগ্ধ ‘আলিম শাইখ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ (ফাক্কাল্লাহু আসরাহ)। “কাইফা আ’মালাহুম” নামের তাঁর এই অসাধারণ সংকলনটি ইসলামি প্রকাশনা জগতের অগ্রসারির প্রকাশনী রুহামা পাবলিকেশন নিয়ে এসেছে দুই খণ্ডে “যেমন ছিলেন তিনিﷺ” নাম দিয়ে।
তরিকুল ইসলাম তারেক –
চাঁদপুর সদর চাঁদপুর
ruhamashop (verified owner) –
জি চাদপুর সদরে বই পাঠানো যায়।ধন্যবাদ
Ashraf –
Too much attractive
Nahid –
এই বইগুলো কি হোম ডেলিভারি দিচ্ছেন?
admin –
জি।
ruhamashop (verified owner) –
জি হোম ডেলিভারি দিচ্ছি। ধন্যবাদ