আসুন আমরা আজ থেকে কয়েক যুগ পূর্বে, চৌদ্দশত বছর পূর্বে ফিরে যাই। ইতহিাসের পাতা উলটে পড়তে শুরু করি এবং তার প্রতিটি বিষয় নিয়ে চিন্তা গবেষণা করি।
আমরা জিয়ারতের জন্য রসূল সা. এর বাড়িতে, তাঁর গৃহে পবেশ করি। আমরা প্রবেশ করি তাঁর বাড়িতে আর প্রত্যক্ষ করি তাঁর অবস্থা ও বাস্তব চিত্র ।
ঘটনা বলি এবং শুনি তার হাদিস । আসুন আমরা তাঁর বাড়িতে একদিন অবস্থান করি । শুধুমাত্র একদিন। একদিনই যথেষ্ট।
সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো এবং তাঁর কথা ও কর্মের মাধ্যমে আমাদের জীবন উজ্জ্বল করবো।
মানুষের পড়াশুনা অনেক বেড়েছে সাথে সাথে বিস্তৃত হয়েছে তাদের জ্ঞানের পরিধি । বর্তমানে মানুষ বই-খাতা, পত্র-পত্রিকা এবং মিডিয়ার মধ্যমে খুবই দ্রুত সারা পৃথিবী সম্পর্কে জানতে পারে। একজায়গায় বসেই সারা পৃথিবী ভ্রমন করতে পারে।
অথচ আমাদের উচিত শরীয়ত সম্মতভাবে আামাদের রাসূল সা. এর বাড়িতে ভ্রমণ করা ও তার গৃহে প্রবেশ করা এবং সেখানে আমরা যা দেখবো যা জানবো তার প্রতিটি বিষয়কে আমাদের জীবনে বাস্তবায়ন করা । আমরা খুবই সংক্ষেপে রাসূল সা. এর বাড়ির ও ঘরের নির্দিষ্ট কিছু অবস্থার বর্ণনা দেব যেগুলো জানা আমাদের জন্য আবশ্যক এবং সেগুলো আমাদের জীবনে ও গৃহ-পরিবারে বাস্তবায়ন করা জরুরী
Reviews
There are no reviews yet.