আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নুবূওয়াতী জীবনের মুঠোমুঠো অনেক আলোকবিন্দু ছড়িয়ে আছে খাদিজা থেকে আয়েশা—অর্থাৎ সকল স্ত্রীদের মাঝে। উম্মুল মুমিনীনদের সাথে নিয়েই তার অনাবিল জীবন পূর্ণতা পেয়েছে সমগ্রভাবে। নবীজির জীবনটাকে সমগ্রভাবে জানতে সঙ্গত কারণেই তার স্ত্রীদের জীবনেও আমাদেরকে প্রবেশ করতে হবে। বিশেষকরে উম্মু সালামা রা—এর জীবনী সম্পাদনা করতে গিয়ে স্পষ্ট হলো; আল্লাহর রাসূলের যুদ্ধ জীবনে সবচে দীর্ঘ সময়ব্যাপী সফরে সাথে ছিলেন এই মহীয়সী নারী। এসব সফরে সাহাবিদের সংকটকালে কার্যকরি পরামর্শও দিয়েছিলেন তিনি। সীরাহ পাঠে স্পষ্ট হয়; নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুদ্ধ জীবনটাও ছিল মানবতা ও ন্যায়ের স্নিগ্ধ আলোয় মোড়ানো। এই বিন্দু বিন্দু আলোর পরশগুলো স্পর্শ করেছিলেন আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা।
উম্মু সালামা রা. এর জীবনি থেকে এক টুকরো:
উম্মু সালামা রা. একদিন তাঁর স্বামী আবু সালামাকে বললেন,
“আমি শুনেছি, যদি কোনো মহিলার স্বামী মৃত্যুর পর জান্নাতে যায় আর তার স্ত্রী দ্বিতীয় বিয়ে না করে তাহলে আল্লাহ সে স্ত্রীকে স্বামীর সাথে জান্নাতে একত্রিত করবেন । ঠিক একই কথা পুরুষের বেলাতেও । তাই আসুন আমরা অঙ্গীকার করি, আপনি আমার পর বিয়ে করবেন না । আমিও আপনার পর বিয়ে করব না।’
আবু সালামা বললেন, ‘তুমি কি আমার কথা মানবে?’
উম্মু সালামা বললেন, ‘আপনার কথা মানা ছাড়া আর আনন্দ কোথায়?’
আবু সালামা বললেন, ‘আমি তোমার পূর্বে মারা গেলে আবার বিয়ে করে নিয়ো ।’ কথা শেষে আবু সালামা দুআ করলেন, হে আল্লাহ! আমার পরে উম্মু সালামাকে আমার চেয়েও উত্তম সঙ্গী দান করিও । যে তাকে দুঃখ দিবে না, কোনো কষ্ট দিবে না ।”
অপর বর্ণনায় উম্মু সালামা রা. বলেন,
‘একদিন আবু সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে ফিরে এসে বললেন, আমি আজ রাসূলের মুখ থেকে চমৎকার একটি কথা শুনেছি। তিনি বলেছেন, ‘কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়ে যদি আল্লাহর দিকে অভিমুখী হয়ে বলে, হে আল্লাহ! আপনি আমাকে আমার বিপদে সাহায্য করুন এবং এরচে উত্তম বিনিময় দান করুন ।’ তাহলে আল্লাহ এ দোয়া কবুল করবেন ।’
উম্মু সালামা রা. বলেন, ‘আমি আবু সালামার কাছ থেকে দুআটি মুখস্থ করে নিই। আবু সালামার মৃত্যুর পর আমি বললাম, ‘হে আল্লাহ! আপনি আমাকে সাহায্য করুন এবং এরচে উত্তম বিনিময় দান করুন ।’ পরক্ষণে নিজেকে বললাম, ‘কিন্তু আবু সালামার চেয়ে উত্তম কে হবে আমার জন্য?’
ইদ্দত সমাপ্ত হওয়ার পর আবু বকর আমাকে বিয়ের প্রস্তাব দেন । আমি তাকে ফিরিয়ে দিই । তারপর প্রস্তাব নিয়ে আসেন উমর । আমি তাকেও ফিরিয়ে দিই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ঘরে এলেন । আমি তখন চামড়া পরিস্কার করছিলাম । নবীজিকে দেখে হাত ধুয়ে দ্রুত আঁশযুক্ত একটি চামড়ার গদি বিছিয়ে দিলাম । তিনি বসলেন ।
আমি নতমুখে অপেক্ষা করছি নবীজির কথার । একটু যেন আঁচ করতে পারছিলাম, তিনি কী বলবেন । তাহলে আবু সালামার বিনিময়ে আমি কি নবীজিকেই স্বপ্ন পুরুষ হিসেবে পেতে যাচ্ছি? কিন্তু আমার যে বয়স হয়েছে । এ বয়সের একজন নারীকে মেনে নেবেন তিনি? তাহলে কী বলতে আজ আমার ঘরে তিনি?
Noreen –
Morning
Buy medical disposable face mask to protect your loved ones from the deadly CoronaVirus. The price is $0.28 each. If interested, please check our site: pharmacyoutlets.online
Best regards,
Noreen